ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছোলা ৯০, চিনি ৭৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ছোলা ৯০, চিনি ৭৫ ছোলার দাম বাড়ছে, ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: চাঁদ দেখার ওপর নির্ভর করে শনি বা রোববার থেকে শুরু হচ্ছে রোজা। তবে এ মাসের প্রধান খাদ্য ছোলা এখনও অনেকটা বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। চিনির অবস্থাও প্রায় একই। তবে ভোজ্য তেল, পেঁয়াজ-রসুনের দাম স্থিতিশীল বলে মনে করছেন বাজারে আসা মানুষজন।

শুক্রবার (২৬ মে) সকালে মিরপর ১৩ এবং ৬ নম্বর সেকশন বাজারের মুদি দোকানগুলো ঘুরে দেখা গেছে ছোলা ৯০ টাকা, চিনি ৭৫ টাকা, প্যাকেটজাত ভোজ্য তেল ১০৫-১০৭ টাকা, পেঁয়াজ ২৫-৩০ টাকা আর রসুন প্রকার ভেদে ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেল ও চিনি, ছবি: রানা

মিরপর-৬ নম্বরের বাসিন্দা সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, গতবারের চেয়ে এবার ছোলা ও চিনির দাম বেশি।

গতবার ছোলা ৬৫/৭০ টাকা এবং চিনি ৫০/৫৫ টাকা কেজি দরে কিনেছি। এবার এ দুটোর দামই অনেকটা বেশি।

ক্রেতারা জানান, শবে-বরাতের আগেও ছোলা ৭০/৭৫ টাকায় কিনেছেন তারা। এদিকে গত এক মাসে চিনির দাম ৬০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে।

৬ নম্বর সেকশন বাজারের মুদি দোকানদার আবুল কালাম বলেন, রমজানকে কেন্দ্র করে ছোলার দাম বাড়েনি। বেশ কিছু দিন থেকে দাম একই রকম। তবে চিনির দাম কয়েক দফায় বাড়লো।  

যার রেশ ঈদের আগে কমার কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।