ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকা বাংলা ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৭
লংকা বাংলা ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন খাজা শাহরিয়ার।

বুধবার ( ৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ১১ জুন ২০১২ সাল থেকে এ কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহরিয়ার।

ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে শাহরিয়ারর প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

লংকা বাংলা ফাইন্যান্সে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটিডের বিভিন্ন পদে যেমন- করপারেট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট এবং প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান হিসেবে কাজ করেছেন।

এছাড়াও তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডে, উত্তরা ব্যাংক লিমিটেড এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদে স্থলাভিষিক্ত ছিলেন।

শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে বিএ (অনার্স) এবং এমএ সম্পন্ন করেন। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে ব্যাচেলর অব বিজনেস এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টরিয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি লাভ করেন।

শাহরিয়ার তার দীর্ঘ পেশাদার কর্মজীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।