ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সিলেটে একশ’ একর জমি উদ্ধারের চেষ্টা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
‘সিলেটে একশ’ একর জমি উদ্ধারের চেষ্টা চলছে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সিলেটে একশ’ একর জমি অধিগ্রহণ করেছিলাম। এক সময় জমিটি এক লোক দখল করে ফেলেন। এখনো এটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে’।

বুধবার (৩১ মে) সচিবালয়ে সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণের প্রসঙ্গে অর্থমন্ত্রী এসব কথা বলেন। গত বছরের ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়ে সেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মুহিত বলেন, ‘দীর্ঘদিন আগে আমরা সিলেটে একশ’ একর জমি অধিগ্রহণ করেছিলাম। এক সময় কোনো এক লোক জায়গাটি দখল করে ফেলেছেন। এটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে এখনো। মনে হচ্ছে, এটি সময়সাপেক্ষ হবে’। সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র, সাবেক মেয়রসহ মেডিকেলের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুতরাং, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য এ জায়গাটি বাদ দিয়ে অন্য একটি জায়গা দেখে রাখবেন। আমি ৮ বা ৯ জুন সিলেটে যাচ্ছি। তার আগে আপনারা একটু দেখে রাখেন। আমরা জায়গা নির্ধারণের উদ্যোগ নেবো। সে জায়গা অধিগ্রহণ করবো’।
 
অর্থমন্ত্রী বলেন, ‘যখনই জমি দেবো, তখনই কাজ শুরু হবে। যেহেতু এর মধ্যেই আইন পাস করে ফেলা হবে’।

নাম কি হবে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম মন্ত্রিসভায় যাওয়ার আগে ঠিক হবে’।  
 
মুহিত বলেন, ‘আজকের ঘোষণায় সিলেটবাসী পরিতৃপ্ত। এখন আমাদের কাজ, জায়গা নির্ধারণ করে দেওয়া। মার্চ মাসের ঘোষণায় এপ্রিলে সিদ্ধান্ত, মে মাসে আবার ঘোষণা। যদিও আমি আগেই বলেছি, এটি দক্ষিণ সুরমায় হবে। সিলেটে অনেক কিছু আছে। দক্ষিণ সিলেটে কিচ্ছু নেই। সিলেটের যে প্রসার, সেটি দক্ষিণ সিলেটেও হতে হবে। দক্ষিণ সিলেটকে আমাদের সমান করতে হবে’।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আসন্ন বাজেট নিয়ে আলোচনায় বসেন মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, স্বাস্থ্য বিভাগে থাকা ৩০ হাজার কোটি টাকার যন্ত্রাংশের জন্য মাত্র দেড় কোটি টাকা বরাদ্দ খুবই অপ্রতুল। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটেও সংশ্লিষ্ট খাতে ২০ কোটি টাকা বরাদ্দ ছিল। আসন্ন বাজেটে কমপক্ষে দুই শতাংশ বরাদ্দ দেওয়ার আবেদন জানান নাসিম।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।