ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণ আমদানিতে নীতিমালা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ১, ২০১৭
স্বর্ণ আমদানিতে নীতিমালা হচ্ছে

ঢাকা: জুয়েলারি শিল্পকে ব্যবসা বান্ধব করতে সরকার স্বর্ণ আমদানিতে নীতিমালা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে সংসদ ভবনে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে মন্ত্রী একথা বলেন।

বাজেট উপস্থাপনকালে মন্ত্রী বলেন, ২০১৭ সালেই জুয়েলারি নীতিমালা করা হবে।

বাংলার প্রাচীন ঐতিহ্য জুয়েলারি। নীতি সহায়তার কারণে এ শিল্পের তেমন বিকাশ হয়নি। তাই জুয়েলারি শিল্পকে ব্যবসাবান্ধব করতে এ খাতের একটি নীতিমালা করবে সরকার। আর এই নীতিমালা চলতি বছরেই (২০১৭ সালে) সমাপ্ত করা হবে।

উল্লেখ্য, আপন জুয়েলার্সের স্বর্ণ জব্দ নিয়ে সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ী সংগঠন বাজুজ স্বর্ণ আমদানিতে নীতিমালা করার প্রস্তাব করেন। এমনকি আপন জুয়েলার্সের স্বর্ণ জব্দ করার কারণে ধর্মঘটও পালন করে সংগঠনটি। কিন্তু ঘণ্টা তিনেক না পেরুতেই ধর্মঘট প্রত্যাহার করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।