ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূর্বাচলে হচ্ছে ৫ হাজার আসনের জাতীয় কনভেনশন কেন্দ্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
পূর্বাচলে হচ্ছে ৫ হাজার আসনের জাতীয় কনভেনশন কেন্দ্র

ঢাকা: পূর্বাচল প্রকল্পে ৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কনভেনশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার। যার দরপত্র আগামী জুলাই মাসের মধ্যে আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ পরিকল্পনার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (০১ জুন) সকালে ৪ লাখ ২৬৬ কো‌টি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। পরে প্রস্তাবিত এ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত বাজেটে আমি জাতীয় স্পোর্টস কমপ্লেক্স ও জাতীয় কনভেনশন কেন্দ্রের কথা বলেছিলাম। এবার বলতে পারি যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পূর্বাচলে সব ধরনের খেলাধুলার সুবিধাযুক্ত একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য সত্ত্বর দরপত্র আহ্বান করবে’।

‘সেই পূর্বাচল এলাকায়ই ৫ হাজার দর্শক ধারণের উপযুক্ত একটি কনভেনশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমরা চূড়ান্ত করতে যাচ্ছি। কনভেনশন কেন্দ্রের সঙ্গে ব্যক্তি মালিকানা খাতে নির্মিত হতে যাচ্ছে ১৪২তলা আইকনিক টাওয়ার। এ কনভেনশন সেন্টারের জন্য প্রায় ৬ বছর ধরে আমরা পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয় আলোচনা, উদ্যোগী ঠিকাদার ও আর্থিক যোগানদারদের সঙ্গে মতবিনিময় করে চলছি। অবশেষে মনে হয়, আগামী জুলাই মাসের মধ্যে এর দরপত্র আহবান করা যাবে’।    

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, জুন ০২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।