ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিগারেটেও কর বৃদ্ধির প্রস্তাব এফবিসিসিআইয়ের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ৩, ২০১৭
সিগারেটেও কর বৃদ্ধির প্রস্তাব এফবিসিসিআইয়ের

ঢাকা: তামাকজাত পণ্য বিড়ির পাশাপাশি সিগারেটের উপরও আনুপাতিক হারে কর বৃদ্ধির প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের(এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার (৩ জুন) বিকেলে মতিঝিল ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব করেন।  

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বিড়ির প্রচলন আছে।

সুতরাং সিগারেট ও বিড়ির মধ্যে বৈষম্য করা ঠিক হবে না।  

এসময় উপস্থিত ছিলেন-এফবিসিসিআই’র প্রথম-সহ সভাপতি শেখ ফজলে ফাহিম, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, বিজিএমইএ'র সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
এএম/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।