ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, চাপে থাকবে ক্রেতারাও

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ৩, ২০১৭
ভ্যাট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, চাপে থাকবে ক্রেতারাও ভ্যাট নিয়ে দু:চিন্তায় ব্যবসায়ীরা/ছবি: রানা

ঢাকা: বাজেটের ১৫ শতাংশ ভ্যাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। ভ্যাটের হার চার শতাংশ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করায় কোণঠাসা হয়ে পড়বে তাদের ব্যবসা। পাশাপাশি ক্রেতাদের উপরও বাড়তি ভ্যাটের চাপ আসবে বলে মনে করছে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।

শনিবার (০৩ জুন) নিউমার্কেট, গাউসিয়া ও চাঁদনীচক মার্কেটের ব্যবসায়ীরা বাজেট পরবর্তি প্রতিক্রয়া জানাতে গিয়ে এমন মতামত দেন।  
 
ব্যবসায়ীদের দাবি, আগে শুধু বিশেষ কয়েকটি পণ্যে ভ্যাট আরোপ করা ছিল।

এখন ঢালাওভাবে সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। ১৫ শতাংশ অর্থ ভ্যাট দিতে হলে স্বাভাবিকভাবে পণ্যের দাম বৃদ্ধি পাবে। এমনকি পণ্যের দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডাও হবে বলে জানান তারা।  
 
নিউমার্কেটের ক্লোথ মিউজিয়ামের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ব্যবসার অবস্থা তেমন ভালো না। তার ওপর উচ্চহারে ভ্যাট বৃদ্ধি ব্যবসা মাইর খাবে। সরকার অবিবেচকের মতো ভ্যাট বৃদ্ধি করেছে। বেশি বাজেট ঘোষণা করে সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। সরকার সেই অন্যায় কাজটা করেছে।    
 
জেসমিন শাড়ির ম্যানেজার মো. মানিক মিয়া বলেন, ‍দেশে সব ধরনের ব্যবসার পরিস্থিতি খারাপ। তার উপর ব্যবসায়ীদের উপর এমন ভ্যাট আরোপ দেশের ব্যবসা খাতের জন্য নেতিবাচক। এবারের বাজেটে টাকার অঙ্ক বেশি, কিন্তু সাধারণ জনগণ ও ব্যবসায়ীর জন্য তেমন সুফল বয়ে আনতে পারেনি।  
 
নতুন ভ্যাট আইনে পণ্যের দাম বৃদ্ধি পাবে। একই সঙ্গে ব্যবসায়ীর পাশাপাশি ক্রেতারাও চাপে থাকবে বলে জানান  নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ড. শাহীন।  
 
তিনি বাংলানিউজকে বলেন, নতুন ভ্যাট আইনে সাধারণ মানুষের যেমন কষ্ট হবে, তেমনি ব্যবসায়ীদের কষ্ট হবে। যেমন আগে এক্সক্লুসিভ কিছ‍ু কিছু পণ্যে ভ্যাট আরোপ ছিল। এখন ইনক্লুসিভ পণ্যে অর্থা‍ৎ আমরা যেসব পণ্য বিক্রি করবো সবগুলোতে ভ্যাট দিতে হবে। এতে করে পণ্যের দামে প্রভাব পড়বে।  
 
আজিমপুর থেকে নিউমার্কেটে শপিং করতে এসেছেন আজিজুল হক। তার দাবি, সরকার প্রতিটি পণ্যে ১৫ শতাংশ হারে যে ভ্যাট আরোপ করেছেন, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ক্রেতারা। ব্যবসায়ীরা এ ভ্যাটের অর্থ পুরোটাই ক্রেতাদের উপর চাপিয়ে দিবেন।  
 
বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভ্যাট আইন ২০১৭-১৮ অর্থবছর থেকেই কার্যকর করা হবে জানান অর্থমন্ত্রী। নতুন আইনানুযায়ী পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রযোজ্য হবে।  
 
বাংলাদেশ সময়:১৫১৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এমসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।