ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবগারি শুল্ক বাড়ানোয় টাকা পাচারের আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ৩, ২০১৭
আবগারি শুল্ক বাড়ানোয় টাকা পাচারের আশঙ্কা সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাতে আবগারি শুল্ক বাড়ানোর ফলে টাকা ব্যাংকে না গিয়ে ইনফরমাল চ্যানেলে (অবৈধ পথে পাচার হওয়া) চলে যাওয়ার আশঙ্কা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

শনিবার (০৩ জুন) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নয়টি সংগঠনের বাজেট পরবর্তী যৌথ সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ আশঙ্কা প্রকাশ করেন।
 
তিনি বলেন, গ্রাহকরা ম‍ূলধন গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান তথা সামগ্রিক কার্যক্রমের জন্য ব্যাংকে লেনদেন করে থাকে।

ব্যাংকিং খাতে শুল্ক বাড়ানোর ফলে আমানতকারীরা ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবে। স্বাস্থ্যহানী করে এমন পণ্য ছাড়া অন্য খাতে আবগারি শুল্ক আরোপ সমীচিন নয়।
 
ব্যাংকিং সেক্টর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব জানায় এফবিসিসিআই।
 
তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর ফলে একদিকে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে অপরদিকে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই শিল্প খাতকে রক্ষায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার আহ্বান জানাচ্ছি।
 
এসময় এফবিসিসিআই অন্তর্ভূক্ত নয়টি অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।