ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ৪, ২০১৭
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে সভা

বরিশাল: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নে বরিশালে বিভাগীয় পর্যায়ে গঠিত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে রোববার (০৪ জুন) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
 
বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) জিয়া উদ্দিন মাহমুদ।

বক্তব্যে তিনি বলেন, আয় বৈষম্য কমিয়ে আনার চেষ্টা চলছে। যার জন্য কর বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমাদের দেশসহ আমরা কেউ পিছিয়ে থাকবো না।

তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকার মাধ্যমে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে। কাজের মাধ্যমে সেই টাকা আবার জনগণের মাঝেই ফিরিয়ে দেওয়া হয়।

আরো উপস্থিত ছিলেন বরিশাল কর অঞ্চল প্রধান (অতিরিক্ত সচিব) মো. জাহিদ হাসান, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. জাকির হোসেন, সহকারী কর কমিশনার আশরাফুজ্জামান, মেহেদী মাসুদ ফয়সালসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার্স অব কমার্স সহ-সভাপতি অধ্যাপক আমনুর রহমান ঝান্ডা, ইন্দোবাংলা ফার্মাসিউক্যাল লি. পরিচালক আনায়ারুল হক সাব্বির, মহিলা চেম্বার্স অব কমার্সের সভাপতি লিলি বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।