ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আবগারি শুল্ক নতুন কিছু নয়, এবার একটু বেড়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৭
‘আবগারি শুল্ক নতুন কিছু নয়, এবার একটু বেড়েছে’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকার বেশি ব্যাংক হিসাবের জন্য বিদ্যমান আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে।

আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেছেন, ‘এটি নতুন কিছু নয়। আগেও ছিলো, এখনও আছে।

তবে এবার বাজেটে কিছুটা বেড়েছে। এটি অ্যাডজাস্ট হয়ে যাবে’।
 
মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর এনইসি-২ সম্মেলন কক্ষে ‘বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে অনলাইনভিত্তিক আন্তঃসংযোগ স্থাপনে তৈরি ‘ফরেন এইড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আবগারি শুল্ক কমানো হবে কি-না? এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এ নিয়ে সংসদে আলোচনা হবে’।
 
বাজেট নিয়ে সমালোচনা করায় সিপিডিকে ‘উদ্ভট রাবিশ’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।