ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
বিকাশে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র  গ্রাহকরা রমজান মাসে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

ই-কমার্স সাইটসহ দেশের ৫৯টি নামী ব্র্যান্ড ও সুপার স্টোরের ১ হাজার ১৩২টি  আউটলেটে কেনাকাটায় মূল্য বিকাশ দিয়ে পরিশোধে এ ক্যাশব্যাক পাওয়া যাবে।  

কেনাকাটার মূল্য বিকাশে পরিশোধের সঙ্গে সঙ্গেই  গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাকের টাকা জমা হবে।

মঙ্গলবার (০৬ জুন) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা জুন থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত। এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডের নাম ও দোকানের ঠিকানা পাওয়া যাবে বিকাশ-এর ওয়েবসাইট www.bkash.com এবং ফেসবুক পেজ www.facebook.com/bkashlimited।

বিকাশ তার গ্রাহকদের প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখেই বিভিন্ন উৎসব বা উপলক্ষকে কেন্দ্র করে নানা ধরনের অফার নিয়ে আসে। রমজান মাস হচ্ছে ত্যাগ ও মহিমার মাস। রমজানের এই তাৎপর্যকে অনুধাবন করে বিকাশ তার গ্রাহকদের ঈদ উৎসবকে আনন্দময় করতে এই ক্যাশব্যাক সুবিধাটি নিয়ে এসেছে।

বিকাশ দিয়ে কেনাকাটায় অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে। বিকাশ ব্যবহারকারীকে  প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’  নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টার‌অ্যাক্টিভ ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহন করা যাবে।

বিকাশ-এর মাধ্যমে কেনাকাটা ক্রমশঃ জনপ্রিয়তা পাচ্ছে। গ্রাম, পাড়া, মহল্লার ছোট দোকান থেকে শুরু করে ৪০ হাজারেরও বেশি দোকানে বিকাশের মাধ্যমে কেনাকাটা করা যাচ্ছে। দোকানে কেনাকাটা, মোবাইল ফোনের ব্যাল্যান্স রিচার্জসহ বিকাশের গ্রাহকদের একটা বড় অংশও ধীরে ধীরে বিকাশ দিয়ে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠছে। যা দেশে একটি ডিজিটাল পেমেন্ট ইকো-সিস্টেম গড়ে তুলতে সহায়তা করছে।

বিকাশ অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি। যেকোনো পূর্ণ বয়স্ক ব্যক্তি  তার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং সঙ্গে দুই কপি ছবি দিয়ে বিকাশ এর যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।   বর্তমানে দেশজুড়ে বিকাশ এর ১ লাখ ৬৫ হাজারের মত এজেন্ট রয়েছে।  

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সেবা দিয়ে যাচ্ছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।