ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
বগুড়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল বগুড়ায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল- ছবি: আরিফ জাহান

বগুড়া: ‌‘ভ্রাতৃত্বের উদযাপনে ইফতার’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ‍জুন) বিকেলে শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের ১৬০ জন পরিবেশক ও রিটেইলাররা অংশ নেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (সেলস) মীর টি আই ফারুক রিজভী।


 
তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের অগ্রযাত্রায় পরিবেশক ও রিটেইলারদের অবদান সবচেয়ে বেশি। আপনাদের মাধ্যমেই ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস।

এ সাফল্য শুধু আমাদের একার নয়। এর পেছনে আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে বলে যোগ করেন উর্ধ্বতন এই কর্মকর্তা।
 
অনুষ্ঠানে এজিএম (সেলস) হাবিবুর রহমান, ডিভিশনাল সেলস ইনচার্জ রাহুল আমিন, এরিয়া ম্যানেজার মোর্শেদ মারুফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।