ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের আগেই নতুনরূপে ১০০ ও ৫০০ টাকার নোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ঈদের আগেই নতুনরূপে ১০০ ও ৫০০ টাকার নোট ১০০ ও ৫০০ টাকার বর্তমান ব্যাংক নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো

ঢাকা: ঈদের আগেই নতুনরূপে আসছে ১০০ ও ৫০০ টাকার নতুন ব্যাংক নোট। নোট দুটির নিরাপত্তা বৈশিষ্ট্যও বাড়ানো হয়েছে। এতে থাকছে উন্নততর ৪ মিমি প্রশস্ত নিরাপত্তা সুতা। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নতুন এ নোট পাওয়া যাবে ১১ জুন থেকে।

বর্তমানে ১০০ ও ৫০০ টাকার নোটে রয়েছে কাগজের নিরাপত্তা চিহ্ন।

মঙ্গলবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী শতভাগ কটন কাগজে মুদ্রিত ১৪০ মিমি ও ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা এবং ১৫২ মিমি ও ৬৫ মিমি পরিমাপের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।



নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিস থেকেও ইস্যু করা হবে। ১০০ টাকার নতুন নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে স্টারক্রোম (StarChrome) নামে লাল রঙের নিরাপত্তা সুতা এবং উজ্জ্বল রুপালি বারের সমন্বয়ে প্যাঁচানো (Twisted) অবস্থায় দেখা যাবে।  

৫০০ টাকার নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে স্টারক্রোম (StarChrome) নামে লাল রঙের নিরাপত্তা সুতা এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো (Twisted) অবস্থায় দেখা যাবে।
এ নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে বা আলোর বিপরীতে দেখলে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’, ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’লেখা ভেসে উঠবে।
 
‘১০০ টাকা’ এবং ‘৫০০ টাকা’ লেখা টাকা কিছু ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কিছু ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভিতরে অবস্থান করবে। ১০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের উভয় নোট বিভিন্ন দিকে ঘোরালে বা কাত করলে এর হলোগ্রাফিক অংশের রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে উপর থেকে নিচে চলতে দেখা যাবে।

নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না। নোটের ডিজাইন ও অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা) দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী করে তৈরি করা। এতে তারা সহজেই ১০০ ও ৫০০ টাকার নোট চিহ্নিত করতে পারবে।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।