ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এফবিসিসিআইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের ইফতার মাহফিল- ছবি: দীপু মালাকার

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুন) রাজধানীর অফিসার্স ক্লাবে এফবিসিসিআই’র বর্তমান পরিচালনা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন স্বাগত বক্তৃতায় সংগঠনের সদস্য, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অথিতিদের ধন্যবাদ জানান।

এরপর দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সংগঠনের পরিচালনা পরিষদ সদস্য ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে আসা ব্যবসায়ীদের স্বাগত জানাতে সংগঠনের সভাপতি অনুষ্ঠানের মূল ফটকে অবস্থান করেন।

তিনি ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেন। তার দেখাদেখি অধিকাংশ ব্যবসায়ীরা অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। নিজের ভাব আদান-প্রদান করেন।

অনুষ্ঠানে আসা বেশির ভাগ ব্যবসায়ীদের পোশাক ছিলো পাঞ্জাবী ও পায়জামা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএফআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।