ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২০ রোজার মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) নেতারা। একই সময় আশুলিয়ায় মজুরি আন্দোলন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

শুক্রবার (০৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।

সংগঠনটির যুগ্ম-সমন্বয়ক নাঈমুল আহসান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তাব্য রাখেন- কামরুল আহসান, এম দেলোয়ার হোসেন, আহসান হাবীব, আব্দুল ওয়াহেদ, আলমগীর রিন, কাজী মোহাম্মদ আলী, বেবী পাঠান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‍প্রতি বছর রোজার শুরুতে শ্রম মন্ত্রণালয় মালিকদের সঙ্গে বৈঠক করে সব পোশাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকরা ঈদের ছুটির আগ মুহূর্ত পর্যন্ত বেতন-বোনাস পরিশোধ না করেই শ্রমিকদের জিম্মি করে রাখে। আন্দোলনে গেলে তারা কিছু বকশিশ দেয়।

এভাবে প্রতিবছরই প্রতারণা করা হয়। কিন্তু এবার তা চলবে না। ২০ রোজার মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য সব ভাতা পরিশোধ করতে হবে বলে বক্তারা জানান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
ইইউডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।