ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফএফসি ও চিকেন ওয়ার্ল্ডকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এফএফসি ও চিকেন ওয়ার্ল্ডকে ৪ লাখ টাকা জরিমানা এফএফসি ও চিকেন ওয়ার্ল্ডকে জরিমানা/ছবি: সুমন শেখ

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ফরচুন ফ্রাইড চিকেন (এফএফসি) ও চিকেন ওয়ার্ল্ডকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

নিয়মিত খ্যাদ্যজাতীয় পণ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী এফএফসি’র ম্যানেজার আব্দুল মোতালেব ও ক্যাশিয়ার আসাদকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী স্বাস্থ্য হানিকর খাদ্যপণ্য সরবরাহের অপরাধে চিকেন ওয়ার্ল্ডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভেজালবিরোধী এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।
রামপুরা-বনশ্রী এলাকায় খ্যাদ্যজাতীয় পণ্যে ভেজালবিরোধী অভিযান/ছবি: সুমন শেখঅভিযানে এফএফসি’র ওই শাখা থেকে ১৩ কেজি পুরনো মুরগির মাংস, ৬ কেজি মশলা মাখানো মুরগির মাংস, ৩ কেজি চিকেন নাগেটস, মেয়াদোত্তীর্ণ বোতলজাত দুধ ৭ লিটার, পুরনো সস ৮ লিটার, পুরনো রুটি ৪ প্যাকেট, পুরনো গাজর ২ কেজি ও ৩ পিস বাঁধাকপি জব্দ কার হয়।

আর চিকেন ওয়ার্ল্ড থেকে পচা, বাসি, মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস, ৮ লিটার পুরনো সস, ৪ প্যাকেট পুরনো রুটি জব্দ করে অভিযানিক দলটি।

পরবর্তীতে ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।