ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমস সপ্তাহে ৭ দিন খোলা রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বেনাপোল কাস্টমস সপ্তাহে ৭ দিন খোলা রাখার নির্দেশ বেনাপোল কাস্টমস হাউজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): রমজানে আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে বেনাপোল কাস্টমস হাউজকে সপ্তাহে সাতদিন খোলা রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১জুন) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত ‌এক চিঠিতে বেনাপোল কাস্টমস হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে সাত দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত  বেনাপোল কাস্টমস হাউজ চালু থাকবে।

কাস্টমস সূত্রে জানা যায়, দেশের ১৮ টি বন্দরের স্থলপথে যেসব পণ্য আমদানি-রফতানি হয়, তার ৬০ শতাংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া রাজস্ব আয়ের দিক দিয়ে বেনাপোল স্থলবন্দর প্রধান ভূমিকায় রয়েছে। সপ্তাহে সাত দিন কাস্টমস হাউজ খোলা থাকলে রোজার মধ্যে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য সহবরাহ অনেকটা স্বাভাবিক থাকবে। এছাড়া পণ্যের বাজার মুল্যও বাড়ার সম্ভবনা কম থাকবে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির  সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বাংলানিউজকে জানান, সপ্তাহে সাত দিন কাস্টমস সচল রাখার পাশাপাশি স্থানীয় বাণিজ্যিক ব্যাংক খোলা থাকলে ব্যবসায়ীরা ভালো সুফল পাবে। তা না হলে খুব একটা লাভ হবে না। কারণ কাস্টমসে আমদানি পণ্যের রাজস্বের টাকা এসব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আনা-নেওয়া হয়ে থাকে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন রাজস্ব বোর্ড থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।