ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের আমেজ নিউমার্কেটে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
ঈদের আমেজ নিউমার্কেটে নিউমার্কেটে ক্রেতাদের ভিড়-ভিডিও-জি এম মুজিবুর

ঢাকা: আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সবাই। প্রিয় মানুষগুলোর জন্য পছন্দের জামাকাপড় কিনতে ছুটছেন রাজধানীর বিভিন্ন মার্কেটে। ক্রেতাদের সমাগমে রাজধানীর মার্কেটগুলো এখন জমজমাট। লক্ষ্য সবার একটাই পছন্দের পোশাকটিই চাই ঈদে। 

শুক্রবার (১৬ জুন) দুপুরে রাজধানীর নিউমার্কেটে সরেজমিনে দেখা যায়, পুরো মার্কেট ক্রেতাদের পদচারণায় মুখরিত। পরিবার-পরিজনদের জন্য পোশাক কিনতে আসা মানুষের ভিড়ে নিউমার্কেটে তিল ধারণের জায়গা নেই।

ক্রেতা-বিক্রেতাদের সমাগমে উৎসবের আমেজ এখন নিউমার্কেটে। ক্রেতাদের এমন সমাগমে খুশি ব্যবসায়ীরা। তাই ক্রেতাদের খুশি করতে কোনো কার্পণ্য করছেন না তারা।

নিউমার্কেটের প্রধান ৪টি গেট থেকে মার্কেটের ভেতরে পর্যন্ত ক্রেতাদের দীর্ঘ লাইন। নারী ক্রেতাদের সংখ্যাই বেশি। ক্রেতা বেশি হওয়ায় অনেক জায়গায় ধাক্কাধাক্কি করেই সামনে এগোতে হচ্ছে। তবে এতো কষ্ট করে এক দোকান থেকে অন্য দোকানে যেতে ক্লান্তি নেই তাদের মধ্যে। কেউ এসেছেন মা-বাবার সঙ্গে, আবার কেউ এসেছেন স্বামী, স্ত্রী বা বন্ধুদের সঙ্গে।

নিউমার্কেটে ক্রেতাদের ভিড়-ছবি-জি এম মুজিবুরক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটির দিন হওয়ায় ভিড় বেশি। ক্রেতা সমাগম এখন ২৭ রোজা পর্যন্ত দিন দিন বাড়তেই থাকবে। তবে রাজধানীতে আবহাওয়া ঠাণ্ডা থাকায় ক্রেতা সমাগম বেশি বলে অনেকে মনে করছেন।

রাজধানীর মহাখালী থেকে আগত ক্রেতা জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, ২০ রোজা হয়ে গেছে। ঈদের আর বেশিদিন বাকি নেই। তাই শপিং করতে চলে এসেছি। ভিড় বেশি হলেও খারাপ লাগছে না। মনে হচ্ছে ঈদের খুশি নিউমার্কেটে শুরু হয়ে গেছে।

রাজধানীর মিরপুর থেকে আগত ক্রেতা মুনিয়া রহমান বাংলানিউজকে বলেন, নিউমার্কেটে এসে অনেক ভালো লাগছে। পছন্দের পোশাকও কিনতে পেরেছি। পাশাপাশি মানুষের ভিড় এবং নতুন কাপড় কেনার খুশি দেখে মনে হচ্ছে ঈদের উৎসবের আমেজ শুরু হয়ে গেছে।

ক্রেতাদের এমন সমাগমে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারাও। অনেকে উচ্ছ্বসিত হয়ে জানান, গত বেশ কয়েকটি ঈদের আগে নিউমার্কেটে ক্রেতাদের এতো ভিড় দেখা যায়নি।

নিউমার্কেটে ক্রেতাদের ভিড়-ছবি-জি এম মুজিবুরনিউমার্কেটের কাপড় ব্যবসায়ী মো. রুবেল মিয়া বাংলানিউজকে বলেন, আমাদের বিক্রি অনেক ভালো হচ্ছে। ঈদের আগে এতো মানুষ নিউমার্কেটে এর আগে দেখিনি। ক্রেতাদের ঈদ ভালো গেলে আমাদেরও ভালো যাবে।

নাসির হোসেন নামে আরেক কাপড় ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, ভাই এখন কথা বলার সময় নেই। মার্কেটে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। ক্রেতাদের আগমন যত বেশি হবে আমাদের ঈদ আনন্দ তত বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এমএ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।