ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন-ইউএস-বাংলা এয়ারলাইন্সের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
গ্রামীণফোন-ইউএস-বাংলা এয়ারলাইন্সের চুক্তি সই ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিটে মূল্যছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।

ঢাকা: গ্রামীণফোনের সঙ্গে চুক্তি সই করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চুক্তির আওতায়, মোবাইল অপারেটরটির স্টার গ্রাহকেরা ইউএস-বাংলার প্লেন টিকিটে ছাড়সহ নানা সুবিধা পাবেন।

মঙ্গলবার (০২ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এ দু’টি কোম্পানির মধ্যে চুক্তি সই হয়।

এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইউএস-বাংলার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম ও গ্রামীণফোনের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইসিংয়ের ডেপুটি ডিরেক্টর তালাল রেজা চৌধুরী সই করেন।

চুক্তির আওতায়, গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা বিজনেস এবং ইকোনোমি ক্লাসে ওয়ান ওয়ে অথবা রিটার্ন টিকিটে মূল ভাড়ার (বেজ ফেয়ার) উপরে ১০ শতাংশের বিশেষ ছাড় পাবেন।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা। দেশের অভ্যন্তরীণ রুটে (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল) এবং ছয়টি আন্তর্জাতিক রুটে (দোহা, গুয়াংজু, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং ব্যাংকক) ভ্রমণের ক্ষেত্রে তারা এ সুবিধা পাবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২০টি সিটি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করা যাবে বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এইচএডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।