ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাট শিল্পের ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
পাট শিল্পের ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের নির্দেশ বাংলাদেশ ব্যাংক

ঢাকা: পাট শিল্পের ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের জন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০১৮ সালের ২৯ নভেম্বর জারি করা আদেশটি ইতোমধ্যে সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পাট শিল্পের ঋণ আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ-মুনাফা অত্যাবশ্যকীয় ক্ষেত্রে আসল বা আসলের অংশ বিশেষ ব্লক হিসাবে স্থানান্তরের আগে দুই বছরের মরাটরিয়াম সুবিধাসহ ১০ বছরে পরিশোধের সুবিধা দিতে হবে। ঋণ ঝুঁকি নিরসন কৌশলের আওতায় নিড বেসড প্রক্রিয়ায় ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে জামানত গ্রহণ পুনর্মূল্যায়ন করতে হবে।

ব্লক হিসাবে স্থানান্তরে পরে পর পর চার কিস্তি (এক বছর) পরিশোধে ব্যর্থ হলে প্রচলিত সুদহারে ও নিয়মে ঋণ আদায়যোগ্য বলে বিবেচিত হবে।  

পাট শিল্পের বিশেষ বিবেচনায় এ সুবিধাটি দেওয়া হয়েছে। এর আগে, ব্লক সুবিধা গ্রহণকারী ঋণ গ্রহীতা ও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণি বিন্যাসিত হয়েছে, তারাও এ সুবিধা পাবেন।

পাট খাতের জন্য প্রবর্তিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেওয়া ঋণসহ বিশেষ সুবিধা সম্বলিত ঋণের ক্ষেত্রে ব্লক সুবিধা প্রযোজ্য হবে না। সুবিধাপ্রাপ্ত ঋণ বকেয়া থাকা অবস্থায় কোনো ঋণের জন্য ব্লক সুবিধা বিবেচনা করা যাবে না।

পাট খাতের ঋণগ্রহীতাদের ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউনপেমেন্ট ও নতুন ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে ন্যূনতম জমা ব্যাংক নিজেই নির্ধারণ করবে।

ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর বিচারাধীন এ সংক্রান্ত চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয়পক্ষের নিষ্পত্তি করার বিধান রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।