ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে দারাজের ‘ফ্যান মিট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
লক্ষ্মীপুরে দারাজের ‘ফ্যান মিট’

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজের ‘ফ্যান মিট’ অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে দারাজ ফ্যান ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন দারাজ বাংলাদেশের মার্কেটিং হেড আবরার হাসনাইন।

আরও বক্তব্য রাখেন দারাজের হেড অব অফলাইন সেলস মো. জুবায়ের সিদ্দিক, কর্মকর্তা মো. মনজুর আলম প্রমুখ।

গ্রাহকরা দারাজ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, অভিজ্ঞতা ও সমস্যার সমাধান বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি নিয়েও আলাপ হয় অনুষ্ঠানে।  

দারাজের গ্রাহক ও কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ, বিশ্বাস আরও দৃঢ় হবে।  

পর্যায়ক্রমে দেশের সব জেলায়ও এ ধরনের ফ্যান মিট আয়োজনের পরিকল্পনা করেছে দারাজ। এতে ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলতে পারবেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।