ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংক ম্যানেজারস মিট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনআরবিসি ব্যাংক ম্যানেজারস মিট

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ম্যানেজারস মিট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক আবু মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

 

সম্মেলনে চলতি বছরের ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন তথা আমানত সংগ্রহ, লক্ষ্যমাত্রা অনুযায়ী মুনাফা অর্জন, ঋণের গুণগতমান নিশ্চিতকরণ, নীতি পরিপালনসহ নানা ধরনের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা এবং মো. মুখতার হোসেন, ব্যাংকের সব শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
পিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।