ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাকরিতে পুনর্বহালের দাবি পদ্মা ব্যাংকের চাকরিচ্যুতদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
চাকরিতে পুনর্বহালের দাবি পদ্মা ব্যাংকের চাকরিচ্যুতদের  পদ্মা ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন/ছবি: শাকিল

ঢাকা: পদ্মা ব্যাংক (সাবেক ফার্মার্স ব্যাংক) থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা বলেন, ফার্মার্স ব্যাংক যখন ছিল তখন থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা আমাদের দায়িত্ব পালন করে আসছিলাম।

এরপর পদ্মা ব্যাংক নামে নতুন নামকরণের পর ব্যাংকের নতুন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের জুন থেকে নানা সময়ে নতুন পরিচালনা পর্ষদ কোনো নোটিশ বা কারণদর্শানো ছাড়া প্রায় ৫শ জনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আমাদের অনেকেই অন্য ব্যাংক থেকে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছিলেন।

তারা আরও বলেন, কারণদর্শানো ছাড়া আমাদের চাকরিচ্যুত করায় এখন অন্য কোথাও যেতে পারছি না। আমাদের সরকারি চাকরি করার বয়স ইতোমধ্যে পার হয়েছে। পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছি। অর্থের বিনিময়ে সেখানে নতুন লোকের কর্মসংস্থান হচ্ছে।  

এ অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আশা করি প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দাবি গেলে অবশ্যই তিনি এ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

ওই ব্যাংক থেকে চাকরিচ্যুত ভিপি মাহবুবুর রহমান, সহকারী পারচালক কাজী ওমর ফারুক শুভ্র, প্রিন্সিপাল অফিসার নাসিমা আক্তার, মাহমুদা আক্তার, ইব্রাহিম খানসহ প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।