ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির সঙ্গে নভোএয়ারের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউসিবির সঙ্গে নভোএয়ারের চুক্তি সই ইউসিবির কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি নেহাল এ হুদাসহ অন্যরা।

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় বিমান সংস্থা নভোএয়ারের একটি চুক্তি সই হয়েছে।

রোববার (২১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

ইউসিবির কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি নেহাল এ হুদা এবং নভোএয়ারের মার্কেটিং ও সেলসের প্রধান মেস-বাহ-উল-ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং নভোএয়াররের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও সেলস এ কে এম মাহফুজুল আলমসহ বিভিন্ন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।