ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নরসিংদীতে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
নরসিংদীতে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন শো-রুম উদ্বোধনকালে এসিআই মটরসের বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার।

ঢাকা: নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে টিপি মটরস, এসিআই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির শো-রুম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) এসিআই মটরসের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে ফোটনের শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংশের সুবিধার পাশাপাশি ফোটনের এক থেকে ৩.৫ টনের পিকআপ ভ্যানসহ অন্যান্য সব ভারি যান পাওয়া যাবে।

শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নরসিংদী চেম্বর অব কর্মাসের সাবেক ভাইচ প্রসিডেন্ট শফিকুল ইসলাম শেখ, ফোটন চায়না থেকে আগত কান্ট্রি ম্যানেজার চালর্স, ট্র্যাফিক ইনর্চাজ গোলাম মাওলা তালুকদার, ডিলার সাগার সাহা ও সঞ্জয় সাহা, এসিআই মটরসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।