ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতীয় উৎপাদনশীলতা অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
জাতীয় উৎপাদনশীলতা অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন পুরস্কার তুলেদিচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

ঢাকা: শিল্পখাতে গুণগতমানের পণ্য তৈরির জন্য ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেলো ওয়ালটন। 

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ পুরষ্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়।  

রোববার (২৮ জুলাই ২০১৯) রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।

 

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।  

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনপিও পরিচালক এস এম আশরাফুজ্জামান।

এ বছর ছয়টি ক্যাটাগরিতে ওয়ালটনসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শিল্পমন্ত্রীর কাছ থেকে ওয়ালটনের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ ছনি, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।