ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চীনের শেনজেনে গ্রামীণ চায়নার শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
চীনের শেনজেনে গ্রামীণ চায়নার শাখা উদ্বোধন গ্রামীণ চায়নার শাখা উদ্বোধনকালে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: চীনের শেনজেনের ফুচিয়ান জেলায় গ্রামীণ চায়নার শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) এ শাখার উদ্বোধন করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ চায়নার প্রধান কার্যালয় ও শেনজেন শাখার কর্মীরা, চায়না কনস্ট্রাকশন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের প্রধান, বোস্টন কনসাল্টিং গ্রুপের বেইজিং কার্যালয়ের প্রতিনিধি এবং স্থানীয় সিভিল সোসাইটির ব্যক্তিরা।

শাখা উদ্বোধনের আগে ক্ষুদ্রঋণ বিষয়ে আয়োজিত একটি কর্মশালায় দরিদ্রদের আয়-সৃষ্টিমূলক কর্মকাণ্ডে অর্থায়নের প্রয়োজনীয়তা এবং চীনে এ সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ চায়নার শাখার আট জন সদস্যকে আত্ম-কর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগের উদ্দেশে ঋণ দেওয়া হয়। চায়না কনস্ট্রাকশন ব্যাংক এবং চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ মডেলের রেপ্লিকেশন কর্মসূচি ‘গ্রামীণ চায়না’র কোলাবরেশনে প্রতিষ্ঠিত তৃতীয় গ্রামীণ শাখা এটি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।