ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্সেল এসি কিনে লাখ টাকা পেলো পরশমনি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
মার্সেল এসি কিনে লাখ টাকা পেলো পরশমনি এক লাখ টাকার ক্যাশভাউচার নিচ্ছেন শিউলি আক্তার, ছবি: সংগৃহীত

ঢাকা: দেশীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এবার মার্সেল এয়ার কন্ডিশনার কিনে এক লাখ টাকা পেলো ময়মনসিংহের ‘পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা’।

প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ জুলাই (সোমবার) ত্রিশালের বগারবাজারে মার্সেলের পরিবেশক শোরুম ‘অভি ইলেকট্রনিক্স’ থেকে ৩৬ হাজার ৯০০ টাকা দিয়ে এক টনের এসিটি কেনেন সংস্থাটির পরিচালক শিউলি আক্তার। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

গত ২৩ জুলাই (মঙ্গলবার) মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন এক লাখ টাকার ডামি চেক তুলে দেন শিউলি আক্তারের হাতে। পরে তিনি ক্যাশ ভাউচারের বিপরীতে পছন্দ অনুযায়ী ১ লাখ টাকা সমমূল্যের মার্সেল পণ্য নেন। যার মধ্যে রয়েছে দু’টি রেফ্রিজারেটর, একটি টেলিভিশন, এয়ার কুলার, ব্লেন্ডার, রাইস কুমার, সিলিং এবং টেবিল ফ্যান, ওয়াটার ফিল্টার ইত্যাদি।

শিউলি আক্তার বলেন, মার্সেলের এ শোরুমটি আমার অফিসের কাছে হওয়ায় তাদের প্রচার-প্রচারণা সবসময় চোখে পড়ে। ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন অফার সম্পর্কে আমি আগে থেকেই জানতাম। এটাও জানতাম যে মার্সেল এসির সার্ভিস ভালো। দামেও সাশ্রয়ী। আর সে কারণেই সংস্থার জন্য এখান থেকে এসি কিনি। এর উপর লাখ টাকা পেয়ে খুবই ভালো লাগছে। মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা মনে করছি এর মাধ্যমে মার্সেলও সংস্থাকে সহযোগিতা করলো।

জানা গেছে, লাখ টাকা ছাড়াও মার্সেল এসির গ্রাহকরা পেতে পারেন পুরো এক বছরের বিদ্যুৎ বিল ফ্রি। আর এসি কিনে সেলফি তুলে ফেসবুকে আপলোড কিংবা কলার টিউন সেট করলে রয়েছে ৫০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ দিচ্ছে মার্সেল। আছে ফ্রি ইন্সটলেশন, ৬ মাসের রিপ্লেসমেন্ট, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি সুবিধা।

বর্তমানে বাজারে রয়েছে ১, ১ দশমিক ৫ এবং ২ টনের ১৯ মডেলের মার্সেল স্প্লিট এসি। যার দাম ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।