ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় ফোটনের ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
নওগাঁয় ফোটনের ডিলার শো-রুম উদ্বোধন

নওগাঁ: নওগাঁয় এসিআই মোটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে সামাদ এন্টারপ্রাইজ। 

নওগাঁর দয়ালের মোড়ে অবস্থিত এ শো-রুমে ফোটনের এক থেকে তিন দশমিক পাঁচ টনের পিকআপসহ অন্যান্য সব ধরনের ভারী যান পাওয়া যাবে। এসব যান বিক্রির পাশাপাশি সার্ভিস ও যন্ত্রাংশের সুবিধাও দেওয়া হবে ফোটনের এ শো-রুমে।

 

নওগাঁয় ফোটন শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই মোটরসের সেলস ডিরেক্টর আজম আলি, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, নওগাঁ জেলা পিকআপ ও কাভার্ড মালিক সমিতির সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মান্নান, ডিলার মো. আব্দুস সামাদসহ এসিআই মোটরসের অন্যান্য কর্মকর্তারা এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এখন পর্যন্ত বিশ্ব বাজারে ৯০ লাখেরও অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে ফোটন। ২০১৯ সালেই এসিআই মোটরস বাংলাদেশে ফোটনের সব ধরনের বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে গাড়ি বিক্রি শুরু করে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।