ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডুমুরিয়ায় ইসলামী ব্যাংকের ৩৪৫তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ডুমুরিয়ায় ইসলামী ব্যাংকের ৩৪৫তম শাখা উদ্বোধন ফিতা কেটে ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করছেন পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলমসহ অন্যরা।

ঢাকা: খুলনার ডুমুরিয়ায় ইসলামী ব্যাংক লিমিটেডের ৩৪৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ব্যাংকের পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং আইনজীবী অশোক কুমার সিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান এবং ধন্যবাদ জানান ডুমুরিয়া শাখাপ্রধান মো. সাদিক আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।