ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা: বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনা: বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি

ঢাকা: বাংলাদেশসহ গোটা বিশ্বে চলছে করোনা ভাইরাসের দাপট। সামনে আরও মারাত্মক হয়ে উঠতে পারে এটি, এমন আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই দেশে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ভেন্টিলেটর ও আইসোলেশনের ব্যবস্থা করছে সরকার। কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় এমন উদ্যোগ।

প্রকল্পটির মোট ব্যয় এক হাজার ৪০০ কোটি টাকা ধরা হয়েছে। এরমধ্যে নিজেদের থেকে ১০ কোটি ডলার দেবে বলে অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আর প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এই অর্থ দাঁড়ায় প্রায় ৮৬০ কোটি টাকায়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই অর্থ অনুমোদন করা হয়েছে বলে নিশ্চিত করেছে এডিবির ঢাকা অফিস। এছাড়া বাকি অর্থ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। প্রকল্পটি জরুরি ভিত্তিতে প্রস্তুত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধেই প্রকল্পের সার-সংক্ষেপ বিশেষ ব্যবস্থা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাড়ে তিন হাজার ডাক্তার ও নার্সকে এ সংক্রান্ত বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি স্টাফদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যাক ভেন্টিলেটর স্থাপন করা হবে, যেসব হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে, সেসবে। এছাড়া ১৭টি মেডিক্যাল হাসপাতাল ১৭টি আইসোলেশন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ ১৯টি ল্যাবকে আপগ্রেড করা হবে এই প্রকল্পের আওতায়।

এডিবির ভাইস প্রেসিডেন্ট  সিকসিন চেন বলেন, এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছে। এই মহামারি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাম্প্রতিক সাফল্যকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এই প্রকল্পটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসাসেবা সরবরাহ, ডায়াগনস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নীতকরণের মাধ্যমে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।