ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা মোকাবিলায় মার্কিন এক্সিম ব্যাংকের নতুন উদ্যোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনা মোকাবিলায় মার্কিন এক্সিম ব্যাংকের নতুন উদ্যোগ

ঢাকা: কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের রপ্তানিকারক ও কর্মীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম) পরিচালনা পর্ষদ গত ২৫ মার্চ সীমিত সময়ের জন্য চারটি জরুরি পদক্ষেপ অনুমোদন করেছে। আগামী মাসগুলোয় অর্থনৈতিক সংকট মোকাবিলা ও প্রশমনে যুক্তরাষ্ট্র সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এক্সিম যেসব অর্থায়ন করতে পারে, নতুন এ পদক্ষেপগুলো সাময়িকভাবে সেগুলোকে সম্প্রসারিত করবে। ১ মে থেকে এক বছরের জন্য এগুলো কার্যকর হবে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এতে বলা হয়, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি মোকাবিলায় আমেরিকান ব্যবসা-প্রতিষ্ঠান, চাকরিজীবী ও তাদের পরিবারকে চাঙ্গা রাখতে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম) পরিচালনা পর্ষদ বাজারে তারল্য প্রবেশ করাতে নতুন উদ্যোগ নেওয়া এবং বিদেশে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবার বিপণনকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সর্বোচ্চ আর্থিক নমনীয়তার নতুন উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে।

বিশেষ করে এক্সিমের পরিচালনা পর্ষদ, টেলিকনফারেন্সে জনতার সঙ্গে উন্মুক্ত পর্ষদ বৈঠকে তাদের সর্বসম্মত প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ব্যবসা-প্রতিষ্ঠান, তাদের ক্রেতা, আর্থিক প্রতিষ্ঠান এবং আমেরিকান চাকরিজীবীদের সহায়তা দিতে নিম্নবর্ণিত এক্সিম কর্মসূচিগুলোর প্রতি সমর্থন দিয়েছে- ব্রিজ ফিন্যান্সিং কর্মসূচি, সরবরাহ-পূর্ব/রপ্তানি-পূর্ব আর্থিক কর্মসূচি, সাপ্লাই চেইন ফিন্যান্সিং গ্যারান্টি কর্মসূচি ও চলতি মূলধন গ্যারান্টি কর্মসূচি।

এক্সিম-এর প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান কিম্বারলি এ. রিড বলেন, আমরা আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে– বিশেষ করে আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা দিতে বদ্ধপরিকর, যাতে তারা তাদের প্রয়োজনীয় সহায়তা ও নমনীয়তা পায়, তাদের তারল্যের চাহিদা পূরণ হয় এবং কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবীলায় দেশ ও বিশ্বজুড়ে চলমান লড়াইতে যাতে তারা সফল হয়। এই অনিশ্চয়তা ও অভাবের সময়ে আমরা কীভাবে সহায়তা দিতে পারি তা অনুধাবনে এক্সিমের নেতৃত্ব ও কর্মীরা যুক্তরাষ্ট্রের রপ্তানিকারক ও ঋণদাতাদের সঙ্গে ব্যাপক যোগাযোগ ও আলোচনা জারি রেখেছেন। আজকের পদক্ষেপ এইসব আলোচনারই প্রত্যক্ষ ফলশ্রুতি।

‘এইসব পদক্ষেপের সমর্থনে এক্সিমের পরিচালনা পর্ষদ একমত এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি ও কর্মসংস্থানের প্রবৃদ্ধির ব্যাপারে আমরা সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ। আমাদের অর্থনীতি যখন চাপের মুখে, এক্সিমের সম্পদে অভিগম্যতা তখন সবচেয়ে জরুরি। এইসব পদক্ষেপে যে নমনীয়তা ও সংবেদনশীলতা দেখানো হয়েছে, তা আমাদের গ্রাহকদের মধ্যে স্বস্তি এনে দেবে। আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং যে কোনো চ্যালেঞ্জের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা তাদের উৎসাহিত করছি। ’ 

১৯৯২ সাল থেকে এক্সিম ঋণ পরিশোধে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে ৯ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে। এক্সিম সম্পর্কে আরো তথ্য পেতে এখানে www.exim.gov, এই সাইটে ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।