ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট খুবই চ্যালেঞ্জিং: রাজশাহী চেম্বার সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ১১, ২০২০
বাজেট খুবই চ্যালেঞ্জিং: রাজশাহী চেম্বার সভাপতি রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি

রাজশাহী: করোনা পরিস্থিতির কারণে এবারের ঘোষিত বাজেট বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাজেট প্রতিক্রিয়ায় রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, প্রাণঘাতী করোনার কারণে বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তারপরও প্রস্তাবিত এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ।

এজন্য তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেননা এই সময়ের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বিশাল এই বাজেট অবশ্যই চ্যালেঞ্জিং একটি বাজেট বলে আমি মনে করি। তবে আমরা সবাই মিলে সহযোগিতা করলে চ্যালেঞ্জিং এই বাজেট বাস্তবায়ন সম্ভব। ’
 
মনিরুজ্জামান মনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে কৃষি, শিল্প ও স্বাস্থ্যখাতে জোর দেওয়া হয়েছে। আমাদের ব্যবসায়ীদেরও অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, যারা এক্সপোর্টের সঙ্গে জড়িত। এই বাজেটে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। তাই এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং বাজেট। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য ট্যাক্স-ভ্যাটের বিষয়টি একটি চ্যালেঞ্জের ব্যাপার। কেননা কোভিড-১৯ এর এই সময়ে ব্যবসায়-ই তো নেই।  

তিনি বলেন, ‘তবে ব্যবসা স্বাভাবিক হলে হয়তো এই ট্যাক্স-ভ্যাট কোনো ব্যাপার ছিল না। তবে বৈশ্বিক এই মহামারি তো দেশের ব্যাপার নয়, এটি গোটা বিশ্বের ব্যাপার। এই মহামারি যদি দুই-তিন মাসের মধ্যে কমে যায়, আমরা সবাই মিলে যদি সরকারকে সহযোগিতা করতে পারি তাহলে বিশাল এই চ্যালেঞ্জিং বাজেটটি অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। ’

চেম্বার সভাপতি আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি ৫.৫ দেওয়া হয়েছে। সবমিলিয়েই প্রস্তাবিত বাজেটটি ভালো, তবে বাস্তবায়ন করা হলো কঠিন কাজ। এই কঠিন কাজটি বাস্তবায়ন করতে হলে সবারই সহযোগিতা লাগবে। ’

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।