ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাস্থ্যবিধি মেনে খুললো বসুন্ধরা সিটি শপিংমল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১২, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে খুললো বসুন্ধরা সিটি শপিংমল

ঢাকা: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১২ জুন) থেকে খুলেছে দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শপিংমলটি।

সকাল থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে শপিংমলে। সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে শপিংমলের সবগুলো প্রবেশদ্বার।

 

শপিংমলের ইনচার্জ ও ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম বলেন, শুক্রবার থেকে শপিংমলটি খুলে দেওয়া হয়েছে। এখানে আসা সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজারসহ ওয়াশিং বেসিন ও ডিজইনফেকসনাল টানেল বসানো হয়েছে। প্রবেশের আগে সবার শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে। দেশের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় একটি শপিংমল। এখান থেকে গ্রাহকেরা আস্থা ও স্বাচ্ছন্দের সঙ্গে কেনাকাটা করতে পারেন। আমরা অনুরোধ করবো যেন সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে মার্কেটে আসেন। যেমন- মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে আসেন।

..এদিকে শপিংমল খুলে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। শপিংমলের মোবাইল হ্যান্ডসেট শপ সুমাশটেক এর কর্ণধার আবু সাঈদ পিয়াস বলেন, শপিংমল খুলে দেওয়ায় আমাদের স্বস্তি এসেছে। এতোদিন ব্যবসায়িক কার্যক্রম একেবারেই বন্ধ ছিল। আশা করছি, এখন আবার সবকিছু স্বাভাবিক হবে। এ সিদ্ধান্তের জন্য আমরা বসুন্ধরা গ্রুপ ও শপিংমলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এদিন সকাল থেকেই শপিংমলে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের প্রবেশ করতে দেখা যায়। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানার বিভিন্ন ব্যবস্থা থাকায় স্বস্তি প্রকাশ করেন গ্রাহকেরাও।  

শপিংমলে আসা মাহবুবুর রহমান নামে এক দর্শনার্থী বলেন, অনেকদিন তো কোনো শপিংমলে যাওয়া হলো না। কিন্তু বাসাবাড়ির অনেক জিনিসপত্র তো কিনতে হয়। আর সবসময়ই আমরা এ শপিংমল থেকে কেনাকাটা করি। ঈদের আগে কিছু শপিংমল খুললেও সেগুলো ছোট হওয়ায় যাইনি, কারণ সেখানে অল্পতেই ভিড় হয়ে যায়। এ শপিংমল খুবই বড় তাই শারীরিক দূরত্ব মেনে শপিং করা যাবে আশা করি। স্বাস্থ্যবিধি মানার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মার্কেটে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। সেখানে স্যানিটাইজারও আছে। আশা রাখছি, নিরাপদেই শপিং করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।