ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া বন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
আখাউড়া বন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দ দিয়ে সীমিত পরিসরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) থেকে আটকে পড়া ১০টি ট্রাকের পণ্য রপ্তানি শুরু হলেও বুধবার থেকে পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যসহ ইমিগ্রেশনে কর্মরত বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়।

তাদের চিকিৎসার ব্যবস্থা করে ত্রিপুরা সরকারের তরফে আগরতলা স্থলবন্দরকে জীবাণুমুক্ত করার জন্য ৪৮ ঘণ্টার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়। পরে জানানো হয় ১৬ জুন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  

এ অবস্থায় মঙ্গলবার থেকে পণ্য রপ্তানির কথা জানানো হয়। এ কারণে শুধুমাত্র আটকে পড়া ১০টি ট্রাকের পণ্য ভারতে যাচ্ছে। বুধবার থেকে সীমিত পরিসরে রপ্তানি কার্যক্রম চলবে। প্রতিদিন সর্বোচ্চ ৪০টি ট্রাকে করে পণ্য ভারতে পাঠানো হবে।

উল্লেখ, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।