ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিপিতে করোনার থাবা, খরচ হয়নি ৪৬২২ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
এডিপিতে করোনার থাবা, খরচ হয়নি ৪৬২২ কোটি

ঢাকা: চলতি (২০১৯-২০) অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার ৫৭ দশমিক ৩৭ শতাংশ। টাকার অংকে এ সময়ে ১ লাখ ১৫ হাজার ৪২১ কোটি টাকা খরচ হয়েছে। অথচ একই সময়ে গত বছর এডিপি বাস্তবায়ন হার ছিল প্রায় ৬৮ শতাংশ। খরচ হয়েছিল ১ লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা।

ফলে এক বছরের ব্যবধানে এডিপি বাস্তবায়ন হার বৃদ্ধি পাওয়ার কথা অথচ ১০ শতাংশ কমেছে। একই সময়ে টাকাও খরচ কমেছে ৪ হাজার ৬২২ কোটি টাকা।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এডিপি বাস্তবায়ন নিয়ে এ প্রতিবেদন তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

চলতি বছরে এডিপি বাস্তবায়ন হার কম হওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, কোভিড ১৯ এর কারণে চলতি বছরের চার মাস আমরা কাজ করতে পারিনি। অনেক প্রকল্পের কাজ থেমে গেছে, ফলে প্রকল্প বাস্তবায়ন হার কম। তবে এখন কাজ শুরু হয়েছে, বাস্তবায়ন বাড়বে। আবারও আমরা ঘুরে দাঁড়াবো।

জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চলতি অর্থবছরের ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে দেওয়া হয় ৭১ হাজার ৮০০ কোটি টাকা। এডিপিতে মোট প্রকল্প রয়েছে ১ হাজার ৫৬৪টি। এরমধ্যে কারিগরি সহায়তা প্রকল্প ১১৬টি, জাপান ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) প্রকল্প একটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব প্রকল্প রয়েছে ৮৯টি ও বিনিয়োগ প্রকল্প রয়েছে ১ হাজার ৩৫৮টি।

** জেলখানায় ভার্চ্যুয়াল সিস্টেম বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।