ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার দাবি টিইউসি'র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার দাবি টিইউসি'র

ঢাকা: করোনা মহামারি পরিস্থিতিতে ছাঁটাই নির্যাতন বন্ধ করে শ্রমিকদের প্রাপ্য মজুরী ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টিইউসি আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মহামারি পরিস্থিতিতে টিইউসির সুপারিশ ও দাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন টিইউসি'র দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টিইউসি'র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক রুহুল আমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।