ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অরিজিনাল কেএন৯৫ মাস্ক আমদানির স্বীকৃতি পেল ইমপোকেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০২০
অরিজিনাল কেএন৯৫ মাস্ক আমদানির স্বীকৃতি পেল ইমপোকেয়ার

ঢাকা: চীনের প্রস্তুতকারী প্রতিষ্ঠিন ইনাস (সিএফ) বা Enass (CF) কোম্পানির কাছ থেকে সরাসরি কেএন৯৫ মাস্ক আমদানির স্বীকৃতি পেল দেশীয় প্রতিষ্ঠান ইমপোকেয়ার (ImpoCare)।

প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়- ইমপোকেয়ার (ImpoCare) এবং চীনের গুয়াংজুভিত্তিক কোম্পানি ইনাস (সিএফ) 'Enass (CF)' এর মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে।

ফলে ইমপোকেয়ার এককভাবে অরিজিনাল কেএন৯৫ মাস্ক আমদানির স্বীকৃতি পেল।

বর্তমানে বাজারে নানা রকমের কেএন৯৫ লেখা মাস্ক পাওয়া যাচ্ছে। নিম্নমানের মাস্কও চালিয়ে দেওয়া হচ্ছে বেশি দামে।

এ বিষয়ে ইমপোকেয়ারের চেয়ারম্যান ফিদা মাহমুদ আশফাক বলেন, উন্নত ব্র্যান্ডের মাস্ক সরবরাহ করে মানুষের পাশে থাকার জন্যই এই চুক্তি করা হয়েছে। নকল পণ্য যেন মানুষ এই সময় না কেনে বা প্রতারিত যেন না হয়, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

ইমপোকেয়ারের ফেসবুক পেজ ও ০১৭৭১৭৭৫৮৮৮ নম্বরে ফোন করে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইইউডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।