ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা নিতে ঋণখেলাপিদের সহায়তা করবে না এফবিসিসিআই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২০
প্রণোদনা নিতে ঋণখেলাপিদের সহায়তা করবে না এফবিসিসিআই

ঢাকা: বৈশ্বিক মহামারির সময়ে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ গ্রহণে ঋণখেলাপিদের সহায়তা করবে না ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তবে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি এবং নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার যে প্রণোদন প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তাবয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এফবিসিসিআই।

বুধবার (২৪ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এতে বলা হয়, নরসিংদীর সব ব্যাংক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি এ কথা বলেন।

শেখ ফজলে ফাহিম বলেন, দেশের যেসব ক্ষুদ্র, মাঝারি এবং নতুন উদ্যোক্তার ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেসব ব্যবসায়ীকে এই প্রণোদনা পেতে আমরা সহযোগিতা করছি। আমরা চাই দেশের যেসব অস্বীকৃত ব্যবসায়ী রয়েছেন, তাদের স্বীকৃতভাবে ব্যবসায় সংযুক্ত করতে। এতে দেশের অর্থনৈতিক দিকও শক্তিশালী হবে। তবে আমরা কখনোই চাই না এই প্রণোদনা বাস্তবায়ন করতে ব্যাংকাররা কোনো সমস্যায় পড়ুক। কারণ আমাদের বড় একটি স্টকহোল্ডার হচ্ছে ব্যাংক খাত। এছাড়া দেশে যেসব ঋণখেলাপী ব্যবসায়ী রয়েছেন, তারা যেন কোনো ধরনের লোন সুবিধা না পান, সে ব্যাপারে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, দেশের প্রকৃত ব্যবসায়ীরা এই প্রণোদনা প্যাকেজ গ্রহণ করুক। এজন্য আমাদের সব জেলার চেম্বার অব কমার্সের সদস্যরা ব্যাংকারদের সহযোগিতা করে যাবেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে গিয়ে চেম্বার অব কমার্সের সদস্যরা ব্যবসায়ীদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং সিএমএসই খাতের ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করবেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, মানুষের বেঁচে থাকার জন্য হলেও দেশের এই সময়ে আপনারা সিএমএসই খাতের ব্যবসায়ীদের প্রণোদনা পেতে এগিয়ে আসুন। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের চেম্বার অব কমার্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, বাবু প্রবীর সাহা এবং নরসিংদী জেলার ৩৪টি ব্যাংকের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।