ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজর) ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, আল্লাহ মালিক কাজেমী কয়েকদিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

সেখানে পরীক্ষা করে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

১৯৭৬ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ মালিক কাজেমী নিরলসভাবে বাংলাদেশ ব্যাংক তথা দেশের আর্থিক খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।  

তার মৃত্যুতে শুধু বাংলাদেশ ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফরেন এক্সচেঞ্জ পলিসি, ব্যাংকিং পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, মানিটারি পলিসি, রেট এক্সচেঞ্জ পলিসিসগ বাংলাদেশ ব্যাংকের প্রায় সব বিষয়ে অভিজ্ঞ ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।