ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাক

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটে সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব অথবা নোটিশ ডিপোজিটের যেকোনো একটি অ্যাকাউন্ট খুললেই হিসাবধারী তার ওই নির্ধারিত অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। 

শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

‘১-এ ১০০’ নামে এসআইবিএলের এ ক্যাম্পেইনটি ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চলবে।

এছাড়া নতুন এ ক্যাম্পেইনের আওতায় হিসাব খোলার সঙ্গে সঙ্গেই হিসাবধারী তাৎক্ষণিকভাবে একটি ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাবেন। করোনা ভাইরাস মহামারির এ দুঃসময়ে মানুষের ব্যয় সংকোচন করে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে তুলতেই সোশ্যাল ইসলামী ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।