ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দাম নিয়ে শঙ্কায় খামারি-ব্যবসায়ীরা, প্রস্তুত ৪৪ হাজার পশু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
দাম নিয়ে শঙ্কায় খামারি-ব্যবসায়ীরা, প্রস্তুত ৪৪ হাজার পশু

বাগেরহাট: আসন্ন কোরবানি উপলক্ষে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের খামারিরা। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রাতদিন খামারে কাটাচ্ছেন তারা।

জেলায় চাহিদার তুলনায় এবার পশুর পরিমাণ অনেক বেশি। তারপরও হাসি নেই খামারিদের মুখে।

করোনা পরিস্থিতিতে নিজের আদরের ধনের উপযুক্ত দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

সরকারি হিসেবে, আসন্ন কোরবানি উপলক্ষে বাগেরহাট জেলায় ৪৩ হাজার ৮২৫টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এরমধ্যে গরু ৩০ হাজার ৭২৩, মহিষ এক হাজার ১৩, ছাগল ১০ হাজার ৭৮৬, ভেড়া ১ হাজার ১৫৩ এবং ১৫০টি অন্য পশু রয়েছে। তবে বাস্তবিক অর্থে কোরবানি উপলক্ষে প্রস্তুত পশুর পরিমাণ অর্ধলক্ষের কম নয়।  

এ জেলার চাহিদা পূরণ করে অন্য জেলায়ও যাবে বাগেরহাটের গরু। তবে করোনা পরিস্থিতিতে এবার কোরবানির ঈদের বাজার তেমন ভাল যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও খামারিরা। কোরবানির হাটে গবাদি পশুর দাম কম থাকলে খামারিদের সঙ্গে মৌসুমী ব্যবসায়ীরাও মারাত্মক আর্থিক সংকটে পড়বে। এজন্য করোনা পরিস্থিতিতে কোরবানির আগ মুহুর্তের হাটের জন্য অপেক্ষা না করে এখন থেকেই গবাদি পশু বিক্রির পরামর্শ দিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।

গবাদি পশু পালনকারীরা জানায়, মূলত কোরবানি উপলক্ষেই গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পশু মোটাতাজা করি। কোরবানির ৪-৫ মাস আগে থেকে কোরবানি পর্যন্ত কয়েক দফা পশু খাদ্যের দাম বাড়ে। সে অনুযায়ী কোরবানির সময় পশুর দামও বাড়ে। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে পশু খাদ্য ও আনুসঙ্গিক সবকিছুর দাম বেড়েছে। কিন্তু পশুর হাট তেমন বসছে না, আবার কিছু হাট বসলেও ক্রেতার দেখা নেই। এই পরিস্থিতিতে কোরবানির আগ মুহুর্তেও গবাদি পশুর তেমন দাম হবে না। এই পরিস্থিতি থাকলে এ বছর  লোকসানে পড়তে হবে আমাদের।

বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিজুল হাওলাদার বাংলানিউজকে বলেন, প্রতিবছর গাভী ও ষাঁড় মিলিয়ে ২০টির উপরে গরু পালন করি। এ বছর কোরবানিতে বিক্রির জন্য চারটি বড় গরু রয়েছে। যার স্বাভাবিক দাম প্রায় ৭ লাখ টাকা। কিন্তু এখনও তেমন কোনো ক্রেতা আসছেন না। দু’একজন মৌসুমী ব্যবসায়ী আসলেও গরুর দাম অর্ধেক বলছে। আসলে এই গরু পালনের জন্য যে পরিমাণ টাকা খরচ করেছি, তাও উঠবে না। করোনা পরিস্থিতি এরকম থাকলে এবং গরুর দাম না বাড়লে এবার মাঠে মারা যাব।

গরুর খামার।  ছবি: বাংলানিউজশুধু আজিজুল হাওলাদার নয় এরকম আশঙ্কা বাগেরহাটের বেশিরভাগ খামারিদের মধ্যে।

দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আলমগীর মোল্লা বাংলানিউজকে বলেন, প্রতি বছর কোরবানিতে ১০-২০ লাখ টাকার গরু বিক্রি করি। কোরবানির দুই মাস আগে থেকে মৌসুমী ব্যবসায়ীরা খামার থেকে গরু নিয়ে যায়। কিন্তু এ বছর খামারে ১৫টি গরু থাকলেও, তেমন কোনো ক্রেতা নেই। ব্যবসায়ীরাও গরু নিতে সাহস পাচ্ছেন না। স্বাভাবিক দাম পেলে ৩০ লাখ টাকার উপরে বিক্রি হবে এবার। কিন্তু শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না।  

মৌসুমী ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা বাংলানিউজকে বলেন, সারা বছরই আমরা গরু কেনা-বেচা করে থাকি। কোরবানির আগে কিছুদিন সব থেকে বেশি ব্যবসা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত তিন মাস ধরে কোনো হাট বসতে পারছে না। আর কোরবানির আগ মুহুর্তেও হাট বসার সম্ভাবনা নেই। এ অবস্থায় বাজার খুবই মন্দা থাকবে। কোনোভাবেই ভাল ব্যবসা আশা করা যায় না। তবে সরকারিভাবে যদি সামাজিক দূরত্ব নিশ্চিত করে গবাদি পশুর হাটের ব্যবস্থা করে তাহলে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ী সবাই উপকৃত হবে।

কচুয়া উপজেলার গরু খামারি হানিফ শেখ বলেন, বাইরে তেমন কোনো কাজ করতে পারি না। প্রতিবছর ২-৩টা গরু পালন করি। ৪-৫ লাখ টাকা বিক্রি করি। খরচ করে যে লাভ হয় তা দিয়ে সারা বছর চলি। করোনার কারণে এবারের অবস্থা তেমন ভাল না। কি হবে আল্লাহ-ই ভাল জানেন।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে কোরবানির বাজার কিছুটা মন্দা হতে পারে। তবে এখন পর্যন্ত বাজার ভাল আছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ যেসব জায়গায় বেশি পশু বিক্রি হয়, সেসব এলাকায় সামাজিক দূরত্ব মেনে পশুর হাট বসানোর চিন্তা রয়েছে। অনলাইনেও পশু বিক্রির জন্য খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। আমরাও চেষ্টা করছি যেসব খামারির বেশি গরু রয়েছে, তাদের সঙ্গে ব্যবসায়ী ও বড় ক্রেতাদের সংযোগ করিয়ে দেওয়ার। পশুর খামারিদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কোরবানি উপলক্ষে অতিরিক্ত লাভের জন্য খামারিরা তাদের পশুকে ইনজেকন বা অন্যকোনো ক্ষতিকারক খাবার না খাওয়ায় সেজন্য আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।