ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামের পূর্ব ষোলশহরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
চট্টগ্রামের পূর্ব ষোলশহরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বহদ্দারহাট শাখার অধীনে বলিরহাট উপশাখা চট্টগ্রামের পূর্ব ষোলশহরের খাজা রোডে উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজম।

 

বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ করপোরেট শাখাপ্রধান মিয়া মুহাম্মদ বরকত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুবিলি রোড শাখাপ্রধান আবুল কালাম আজাদ।  

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বহদ্দারহাট শাখাপ্রধান মোহাম্মদ আবদুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ এস এম খোরশেদ আলম চৌধুরী।  

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।