ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপিজি কো-চেয়ারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এপিজি কো-চেয়ারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করল বাংলাদেশ এপিজির কো-চেয়ারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন আবু হেনা মোহা. রাজী হাসান

ঢাকা: এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) কো-চেয়ারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা আবু হেনা মোহা. রাজী হাসান।

এপিজি হচ্ছে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) একটি আঞ্চলিক সংস্থা।

বৃহস্পতিবা (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকার বিবেচনায় ২০১৮-২০২০ মেয়াদে বাংলাদেশ এপিজির কো-চেয়ারের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হলে বাংলাদেশ সরকার এ দায়িত্ব পালনের জন্য বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করে। কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এপিজির বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় বাস্তবায়ন, এপিজির গভর্নেন্স, সংস্থাটির পরিচালনা, বিভিন্ন সভায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণসহ এপিজির স্থায়ী কো-চেয়ার অস্ট্রেলিয়ার পাশাপাশি উক্ত সময়কালের জন্য রাজী হাসান এপিজিকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি এফএটিএফ স্ট্র্যাটেজিক রিভিউয়ের জন্য গঠিত এপিজির এডহক কমিটির কো-চেয়ারেরও দায়িত্ব পালন করেন।  

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এপিজির ২২তম বার্ষিক সভার প্লেনারিতে হংকং চায়না, চাইনিজ তাইপে, সলোমন আইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তানের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ পরিপালন ব্যবস্থা মূল্যায়ন কার্যক্রম মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন সম্পন্ন হয় ও রিপোর্ট অনুমোদন হয়।

এপিজি কো-চেয়ার হাসান ওই প্লেনারিতে হংকং চায়না, চাইনিজ তাইপে ও সলোমন আইল্যান্ড এর মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করেন এবং সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে রিপোর্ট অনুমোদন করেন।

এছাড়া, ২০১৮-২০২০ মেয়াদে তিনি এপিজি সদস্য রাষ্ট্রসমূহের বিভিন্ন প্রস্তাবনা পর্যালোচনা; যেমন- এপিজি বাজেট, টার্মস অব রেফারেন্স পরিবর্তন, সদস্য সংক্রান্ত বিষয়, এপিজির গঠন এবং কার্যক্রম সংক্রান্ত বিষয়াদি, বিভিন্ন পেপার এবং রিপোর্টের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। কো-চেয়ার হিসেবে এ বছর বাংলাদেশে এপিজির ২৩তম বার্ষিক সভা আয়োজনের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে সব সদস্য রাষ্ট্রের মতামতের ভিত্তিতে তা বাতিল করা হয়।

এর পরিপ্রেক্ষিতে এপিজির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত এপিজির নীতি নির্ধারণ কমিটি গভর্নেন্স কমিটির মাধ্যমে গৃহীত হয়। গভর্নেন্স কমিটি ২৩ জুলাই অনুষ্ঠিত সভা পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এপিজি কো-চেয়ারের দায়িত্ব পালন শেষে বাংলাদেশের পর মালয়েশিয়ার ডেপুটি গভর্নর  মারজুনিসাম ওমর পরবর্তী কো-চেয়ারের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে বিদায়ী কো-চেয়ার হিসেবে বাংলাদেশ ২০২১ জুলাই পর্যন্ত গভর্নেন্স কমিটিতে প্রতিনিধিত্ব করবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য এফএটিএফর আঞ্চলিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত এপিজির প্রতিষ্ঠাকাল থেকে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এর সব বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেছে।  

এছাড়া বাংলাদেশ এপিজি স্টিয়ারিং গ্রুপে (বর্তমানে এপিজি গভর্নেন্স কমিটি) ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০১০-২০১১ এবং ২০১১-২০১২ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ বাংলাদেশ সরকারের পক্ষে এপিজির প্রাইমারি কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে কাজ করে আসছে। এছাড়া বিএফআইইউ এপিজির বিভিন্ন ওয়ার্কিং গ্রুপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে; পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ও এর প্রতিবেশী দেশসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসই/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।