ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুলাই মাসেও প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের বেতন-ভাতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
জুলাই মাসেও প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের বেতন-ভাতা  ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদের আগে রপ্তানিমুখী কারখানার শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দিতে আবারও প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে ঋণ পাবেন মালিকরা।  

এর আগে করোনা ভাইরাসের কারণে কারখানার মালিকরা এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতার টাকাও প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন।


 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
চিঠিতে বলা হয়েছে, জুন মাস পর্যন্ত যেসব কারখানার মালিক প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেছেন, শুধু তারাই শেষবারের মতো জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ঋণ পাবেন। আগের বার ২ শতাংশ সুদে ঋণ প্রদান করা হলেও জুলাই মাসে গ্রহন করা ঋণের সুদহার সাড়ে ৪ শতাংশ হবে।

করোনার কারণে তৈরি পোশাকের বিপুল সংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হলে সরকার রপ্তানিখাতের কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করে। মে মাস পর্যন্ত বিজিএমইএর সদস্য ১ হাজার ৩৭৭টি ও বিকেএমইর সদস্য ৪১৯টি কারখানা তহবিল থেকে ঋণ নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।