ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার একটি কারখানার শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, কারখানা থেকে বরখাস্তের আদেশ বাতিল ও ছাঁটাই শ্রমিকদের পুর্নবহালসহ বিভিন্ন দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা ও একটি শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ দাবি জানান মুক্ত গার্মেন্টস ফেডারেশন নামে একটি সংগঠন ও জেনারেশন নেক্সট কারখানা থেকে ছাঁটাই হওয়া শ্রমিকরা।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, কারণ দর্শানোর নোটিশ ও বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পুনরায় চাকরিতে বহাল এবং সব শ্রমিকদের দাবি-দাওয়া আছে তা কারখানা কর্তৃপক্ষকে পূরণ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্ত গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক রাকিব হাসান সোহাগসহ আরও অনেকেই।

আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা কর্তৃপক্ষ কারখানা ভাঙচুরের অভিযোগ এনে ১০ জন শ্রমিকের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ১০ জন শ্রমিককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে আটজন শ্রমিক কারাভোগ করে জামিনে বের হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।