ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে মোজোর আয়োজন ‘মোজো দামাদাম ইজ অন’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ঈদে মোজোর আয়োজন ‘মোজো দামাদাম ইজ অন’

ঢাকা: বিভিন্ন উৎসব আনন্দে বিশেষ করে ঈদ উপলক্ষে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মোজো প্রতিবছরই থাকে সবার চেয়ে একদম আলাদা। মোজোর ক্যাম্পেইন মানেই আনলিমিটেড মাস্তি।

মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় টক অব দ্য কান্ট্রি! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়ে গেলো মোজোর আয়োজন ‘মোজো দামাদাম ইজ অন’ নামের একটি আকর্ষণীয় ক্যাম্পেইন।

শনিবার (২৫ জুলাই) মোজো থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারের ঈদ ক্যাম্পেইনটি মূলত দরদামের একটি গেমিং কনটেস্ট যা mojodamadam.akijfood.com এ মাইক্রোসাইটটিতে রয়েছে। মোজো আয়োজিত মজার এ কনটেস্টে অংশ নিতে পারবে সবাই। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। কোভিড-১৯ এর কথা মাথায় রেখে এ ক্যাম্পেইনটি করা হচ্ছে ডিজিটাল মাধ্যমে যার দ্বারা যে যার অবস্থান থেকেই এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে। প্রতিদিন ১০ জন বিজয়ী পাবে তাদের ঈদ সেলিব্রেশনের জন্য মোজোর পক্ষ থেকে উপহারসরূপ এক কেস করে মোজো এবং সর্বমোট বিজয়ীদের মধ্যে থেকে তিন জন সর্বোচ্চ স্কোরকারী পাবেন মোজোর পক্ষ থেকে তিনটি আকর্ষণীয় ডিপ ফ্রিজ।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়! এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল আজহা উপলক্ষে ডিজিটাল মাধ্যমে দামাদামের এ বিষয়টি নিয়ে ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতোই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি।

প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে ভিজিট করুন f/mojomasti।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।