ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা শুরু প্রশিক্ষণ কর্মশালা।

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভার্চ্যুয়াল প্ল্যাটফরম জুম কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী।  

আলোচক ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. ফরিদ উদ্দিন, শরিয়াহবিশ্লেষক মওলানা মো. আব্দুর রাজ্জাক, বিআইবিএমের ফ্যাকাল্টি ড. মো. মোহাব্বত হোসেন।  

এ সময় উপস্থিতি ছিলেন ব্যাংকের পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, হাফিজুর রহমান বাবু, শেখ মো. সাইদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান ও ড. সৈয়দ হাফিজুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মোকাদ্দেস আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।