ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পায়রা হবে দেশের অন্যতম আধুনিক ও উন্নত নৌবন্দর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
‘পায়রা হবে দেশের অন্যতম আধুনিক ও উন্নত নৌবন্দর’ ব্রিফ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পায়রা বন্দর হবে দেশের অন্যতম বড়, আধুনিক ও উন্নত নৌবন্দর। এ বন্দর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

’ 

‘পায়রা বন্দর নিয়ে বিগত দিনে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। এখন আর সে সুযোগ নেই। পায়রা বন্দরের স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশে কিছু হবে না। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে পায়রা বন্দর, বাংলাদেশ,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

রোববার (২৬ জুলাই) দুপুরে দেশের এ তৃতীয় সমুদ্র বন্দরের উন্নয়ন কার্যক্রম এবং রাবনাবাদ চ্যানেল পরিদর্শন শেষে বন্দরের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলে আসছেন, রাবনাবাদ চ্যানেল হাজার বছরেও ড্রেজিং হয়নি। তারপরও এ চ্যানেল দিয়ে এখনই পণ্য নিয়ে জাহাজ আসছে, যাচ্ছে। এখানকার সিলিকন নিয়ে নানা মহলে অপপ্রচার হয়েছে। কিন্তু কার্যত সেসব অপপ্রচার কোনো কাজে আসেনি। ’ 

এ চ্যানেল ড্রেজিংয়ের জন্য চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনামাফিক ড্রেজিং হবে। এ পায়রা বন্দরকে কেন্দ্র করে এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, আরো হবে। নৌঘাঁটি নির্মাণ করা হয়েছে। পায়রা বন্দরের মাধ্যমে ৭৩টি জাহাজের পণ্য খালাস করে এরই মধ্যে সরকার ১৭৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। প্রথম টার্মিনাল নির্মিত হলে হাজার কোটি টাকার রাজস্ব আয় করবে সরকার। পায়রা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলেও উন্নয়ন হচ্ছে। ’

এর আগে প্রতিমন্ত্রী পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি রাবনাবাদ চ্যানেল পরিদর্শনের পাশাপাশি বন্দরের সব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া এদিন নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জেলার কয়েকটি লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলে স্থানীয় সংসদ সদস্য মুহিব্বুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দর চেয়ারম্যান হুমায়ুন কল্লোল ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।