ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা ভার্চ্যুয়াল সভা।

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৬ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় অংশ নেন ব্যাংকের পরিচালক লকিয়তউল্লাহ।

সভায় ব্যাংকের আর্টিকেলসের কিছু ধারার সংশোধন করা হয়েছে। ভার্চ্যুয়াল এই সভায় অংশ নিয়েছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অন্যান্য পরিচালকসহ সম্মানিত স্পন্সর ও শেয়ারহোল্ডাররা। এছাড়া অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।